তোমরা আজীবন গেঁথে থাকবে আমার মনে ,
যেমন সব হংসমিথুন জুড়ে থাকে একে অপরের সনে ।


ভাষার জন্য তোমরা সবাই দিয়েছিলে যে প্রাণ ,
তাই তো আছে শহীদ মিনার রাখতে তোমাদের মান ।


নিজের জীবন উৎসর্গ করেছ মায়ের কোল করে শূন্য
বাংলা ভাষার জন্য তোমাদের মন ছিল ভালবাসায় পূর্ণ ।


ভাষাশহীদ হয়েছ তোমরা ভাষা আন্দোলন করে,
রক্তমাখা লাশটা তোমার ফিরেছিল যে ঘরে ।


তোমাদের মায়েরা কান্না মুছেছিল দিয়ে তাদের শাড়ি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।