ভোরে সুমিষ্টি হাওয়ায়-দেখেছি যে প্রিয়া তোমায়;
সিঁদুরের ন্যায় তোমার দ্যুতি ছড়িয়ে পরেছে মৃত্তিকায়;
বাঁশ বনে দুয়েলের শিসে-
শুনেছি যে তোমার গান,
কুকিলের কুহু-কুহু ডাকে হয়েছি যে মাতাল,
দেখেছি যে প্রিয়া তোমার হাঁসি-
অন্বিত জোৎস্না এক ফালি,
তুমি বাংলার ওলি-গলি,বন-জঙ্গলের,
সবুজ ঘাঁসের চাদরে মোড়া শিতলপাটি;
অপরূপ পল্লিগ্রামের
হাওর,ঝিল-বিলের পদ্ম,শাপলার লাবণ্য
আর রাখালের বাঁশির সুর-
কৃষাণের ফসলি জমি।।