জানিনা আমি আর ফিরব কি?আসিব কি কখন?
দেখিব কি সবুজের সমারোহ-মাখিব কি দেহে মৃত্তিকার আবরণ।
মনে হয় সময়ের সাথে আমার অচেনায় মৌন বিচরণ-
যতদুর চোখ যায় দেখি শুধু আলোর বিষ্ফোরণ-
ভুমিতে পিচের গন্ধ-বাতাসে সারবান্ শৈত্যের অবলোকন।


আর কি হবে দেখা;রাতের আকাশের এক ঝাঁক তারার অবসরবিনোদন-জোনাকির মিটমিট আলোয় অন্ধকারে ঘেরা  বাঁশবন,
পুর্নিমার রাতের জোছনার বিচরণ-সবুজ ঘাঁসের বুকে শিশিরের বিন্দুর নির্মল।
হয়তো বিফল এ জীবন-আমি যারে ভালোবাসি;তার বুকে মাথা গুঁজে দেখিব কি ভরে দু-নয়ন-কুমারীর যৌবন,
কাঁচা মাটির গন্ধে পুলকিত মন;দেখিব কি?
মায়ের মুখে আনন্দিত করান।


দিন যায় ফের রাত আসে;ঘুমের মাঝেও স্বপ্নে আসে,
মেট্রো-ট্রাম,বাস আর ব্যস্ত নগরীর কোলাহল,
আমি যে পথ ভুলে হয়েছি-পথিক পাগল।
আজ আমাকে চেনে না-আমারই প্রিয়জন
যারে ভালোবেসে চিরদিন চিন্তন,
জানিনা সে কার প্রেমে উদাসীন অবিচল,
মৃত মানুষের ভুবনে আমার কবে হবে গমন
আমাকে যেতে হবে;মৃতরে কে রাখে স্বরণ;
আমি চলে গেলে আমার সাথে প্রেম হবে মাটির,
আমার বুকের;উপর এই বাংলার লতা-পাতা আর ঘাসের আচ্ছাদন।