কবিতাঃ- আমি একটা কবিতা চাই (৭৫১তম)
✍️ মনোজ ভৌমিক


আমি একটা কবিতা চাই --
যে চৈত্রের ধুলো মেখে, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে
কালবৈশাখীর দুরন্তপনায় স্থির দাঁড়িয়ে থাকবে।
আমি একটা কবিতা চাই --
যে এক আকাশ ভরাট শরীর নিয়ে, যক্ষিণীর বিরহ বুকে,
কাজল নয়নে হৃদয়ের পিয়াস বুঝাবে।
আমি একটা কবিতা চাই --
যে শরতের সোনালী রোদ্দুর গায়ে মেখে
একঘর উৎসবের খুশি নিয়ে আসবে।
আমি একটা কবিতা চাই --
যে হেমন্তের শিশির চোখে মেখে বিষন্নতা কাটিয়ে
নবান্নের গন্ধ নিয়ে কৃষাণীর মায়াবী চোখ ছুঁয়ে যাবে।
আমি একটা কবিতা চাই --
যে শীত জর্জর নিরন্ন হাভাতে মানুষগুলোর দুঃখ কষ্টকে
মকর সংক্রান্তির পূণ্য সলিলে বিসর্জন করে আসবে।
আমি একটা কবিতা চাই --
যে বিষাক্ত অক্ষরগুলোকে শব্দের বুক থেকে উপরে ফেলে
শুদ্ধ ভালোবাসার মন্ত্রে এ পৃথিবীর বুকে জগিয়ে তুলবে বসন্ত বাহার।
কোনো প্রশ্নই থাকবে না, কবিতা তুমি কার!