কবিতা:- আনমনা মন
              মনোজ ভৌমিক


মন ভাঙা মনে আকাশী মেঘের খেলা,
হৃদয় জুড়ে শ্রাবণ মেঘের ভেলা।
ঝুলে ঝুলে পড়ে দিগন্তে কালো মেঘ,
মন আঙিনায় বৃষ্টি নামছে অশেষ।


কেঁপে কেঁপে ওঠে ও জৈবিক ধারাপাত,
এখন শুধু আনমনা মনই সাথ।
বে-হিসাবী সুরে বেজে ওঠে ভৈরবী,
শরীর জুড়ে অমলকান্তি রবি।


কি করে বোঝায় হৃদয় বেদনা কারে!
ভরা শ্রাবণ, ভাঙলো নদী কূলটারে।
ফুলে ফুলে ওঠে ও অশান্ত যৌবন,
তানপুরাটায় তার কাটা যে এখন।


নিশীথ রাতে কেবলি প্রহর গোনা,
এ মন কেন হয়ে যায় আনমনা!!