কবিতাঃ- এ যুদ্ধই শেষ যুদ্ধ
           মনোজ ভৌমিক


মৃত্যু তোমায় শিয়রে দাঁড়িয়ে
যুদ্ধ করো ওহে বীর,
এখানে চাই না অস্ত্র শস্ত্র
বিজ্ঞানও নত শির।
শত্রু এখানে অদৃশ্য জেনো
হিংসায় নয় জয়,
নিজেকে রাখবে কৌশলেতে
থাকবে না সংশয়।
এ যুদ্ধের রীতিনীতিটাও
আজব রকম আজ,
পিছে হাঁটলে বাঁচবে তুমি
পরবে মাথায় তাজ।
শত্রু তোমায় ডাকছে ছলে
এসো গো করি সন্ধি,
ঘরের বাইরে রেখো না পা
ক'টা দিন থাকো বন্দি ।
ঘরের বাইরে ঘুরছে শত্রু
মনে রেখো হে সৈনিক,
মনটা আজ শিকলে বাঁধো
ভাবনা থাক গৈরিক।
অযথা যারা ঘুরছে পথে
তোমার শত্রু ওরাও,
মানবিক চেতনা জাগিয়ে
ওদের ঘরে ফেরাও।
নইলে পরে এ দেশটাকে
বাঁচাতে কি পারে কেউ!
নচেৎ এ যুদ্ধই শেষ যুদ্ধ
সভ্যতা দেখবে ফেউ।