কবিতা :-হঠাৎ একদিন
             মনোজ ভৌমিক


হঠাৎ একদিন মেঘ ভেঙে পড়বে উপর থেকে... দেখবে বৃষ্টি নেই!
হঠাৎ একদিন রোদে পুড়ে যাবে শরীর..দেখো সে সূর্যটা নেই!
হঠাৎ একদিন পাহাড় মরুভূমি হয়ে যাবে..ওখানে ঝর্ণা খুঁজতে নেই।
হঠাৎ একদিন সাগর নীরব হয়ে যাবে... দেখো মোহনায় নদীর ভালোবাসা নেই।
হঠাৎ একদিন হাওয়াদের গতি মন্থর হয়ে যাবে..আকাশে পাখিদের ওড়া নেই।
হঠাৎ একদিন এখানে সজীবতা হারিয়ে যাবে.. দেখো এ মাটি আর সে মাটি নেই।
হঠাৎ একদিন এনড্রয়েডের অ্যাপগুলো দাঁড়িয়ে যাবে... তোমাতে আমাতে বন্ধুত্ব নেই।
হঠাৎ একদিন এ গ্রহে ওরা সবাই অন্যরকম...  দেখবে তুমি আর আমি নেই।