কবিতা:- জিজ্ঞাসিও তারে
✍️ মনোজ ভৌমিক


যেই জন পিতৃ হারা তারে জিজ্ঞাসিও,
ছাদহীন ঐ ঘরে কী ভালো আছো প্রিয়?
নয়ন যুগলে অশ্রু ঝরিবে তাহার,
শুনিবে করুণ স্বর,আপনেই পর!
ভুলিব কেমনে তারে বুঝিতে না পারি,
আপনার মাঝে আজ ছবিটি নেহারি!
পৃথিবীর এত আলো আর যত সুখ,
সবই তাহার দান,ঈশ্বর প্রমুখ।


পিতাই প্রকৃত বন্ধু বিশ্ব সংসারে,
তাহার সমান কেহ নাহি চরাচরে।
জীবনের প্রতিপলে তিনিই সাহারা,
তারে বিনা এ জগৎ যেন সূর্য হারা।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, শাস্ত্রও তা মানে,
সু-সন্তান, কু-সন্তান, হয় কর্মগুণে।