কবিতা :- খোকার বৃষ্টি  বিশ্লেষণ
             মনোজ ভৌমিক


ছোট্ট খোকার ভাবনাটা আজ মনে ভীষণ  দাগ টানে,
শ্রাবণ মেঘের আকাশ পানে তাকিয়ে থাকে এক ধ্যানে!


ঝমঝমিয়ে বৃষ্টি যখন পড়ছে মাঠে ময়দানে,
বলছে,"মেঘের থেকে বৃষ্টিদিদি নেমে এলো এইখানে।"


হাসির ছলে প্রশ্ন করি,"বলতো খোকন,ওদের মা- বাপ কে রে!"
হা হা করে হাসলো খোকন,বললো দারুণ মজা করে জোরেশোরে।


"কেমন মগজ রেখেছো তুমি!রেখেছো কি ওতে ভুষা ভরে!!
আকাশটা যে বাপ ওদের,মেঘ মাকে রাখে সে বুকে ধরে।


তাইতো বৃষ্টিদিদি ঝমঝমিয়ে প্রথম নামে ধরা 'পরে,
তারপরেতে ভাই বোনেরা আসতে থাকে একে একে লাইন ধরে।"


খোকার মুখের বৃষ্টি বিশ্লেষণে মনটি আমার গেলো ভরে,
সময়ের সাথে এই পরিবর্তন আসে বুঝি এমনি করে।