কবিতা :-মানুষই বড় ভাইরাস
           মনোজ ভৌমিক


চীন দেশেতে উঠলো যে হেসে করোনা ভাইরাস!
আমার দেশেও দেখি তার ভীষণ রকম ত্রাস!!
এর থেকেও ছিলো ভয়ঙ্কর কলেরা ম্যালেরিয়া,
সময়কালে প্রকট ছিলো ইবোলা চিকুনগুনিয়া।


ভাইরাসের সৃষ্টি হয় কেমনে প্রশ্ন সব মনে,
মানুষ হল বড় ভাইরাস ত্রাস তোলে ভুবনে।
মার্স সারসের অঙ্কটাকে দিলাম আজকে ছেড়ে,
যক্ষারোগের রুগীর মৃত্যু গেছিলো অনেক বেড়ে!


সর্দি কাশি জ্বর জ্বালা আজ লেগেই থাকে সবার,
একটুখানি কেয়ার নিলেই হয়ে যাবে সাবাড়।
আতঙ্ক ছড়ানো আজ মানুষের মস্ত বড় রোগ,
মিডিয়াগুলো মিলিয়ে হাত খুব বাড়াচ্ছে দুর্ভোগ।


পরিবেশকে বিষিয়ে ফেলে কেন শোক করো বলো ?
কোদাল কুড়ুল চালানোর ক্ষণে পা বাঁচিয়ে চলো।
গুঁজবে কান না দিয়ে হতে হবে যে  হাইজেনিক,
একটু যত্ন নিলে তুমি রোগেপ্রতিরোধী সৈনিক।