চেটেপুটে খেয়ে হেঁটে চলে নিম্ন মধ্যবিত্ত জীবন।
ইঁট-কংক্রীট-পাথর-বালি, সব হয়েছে পর।
কেবলই অবলা পশু, তরু-তৃণ-লতা হয়েছে আপন।
প্রখর উত্তাপে, দেহে গলিছে হিমালয়।
শ্রাবণের ঘন রণে, ভয়ার্ত চিত্ত মাঝে,
নেমে আসে ঘোর প্লাবন।
সরীসৃপের মতন বাঁচে,
শকুনের আশঙ্কাতে থাকে প্রতিক্ষণ।