কবিতা (শিশুতোষ)ঃ-ওরা শুধুই নামের মামা
✍️ মনোজ ভৌমিক


সাঁঝের বেলা জড়িয়ে গলা
জিজ্ঞাসে মা'রে সোমা,
বলবে কি মা, সত্যিকারের
আমার ক'টা মামা?


ঐ সূর্যিমামা বড় বেয়াড়া
গায়ে দেয়না জামা,
চাঁদ মামাটা খুবই ভালো
আকাশে দেয় হামা।


বাঘ ব্যাটা তো মানুষ খেকো
কেমনে হ'লো মামা!
মা হেসে কয়, এবার খুকু
জিজ্ঞাসা তোর থামা।


ওরা যে তোর মামারো মামা
বলেন অশ্বথামা,
ওরা শুধুই নামের মামা
দেয়না গায়ে জামা।