কবিতা:- অসময়ে পিয়াসী শ্রাবণ
            মনোজ ভৌমিক


চশমার কাঁচ ভিজে গেছে
ভেজা কাঁচে দেখিনা এখন।
বুক বেয়ে চলে গেলি তুই
অসময়ে পিয়াসী শ্রাবণ।


এ বুকেতে শুধু যে পাথর
ধু ধু করা রাঢ় মালভূমি
কাঁটাঝোপ বেঁধেছে যে ঘর
হয়ে গেছে বন্ধ্যা এ জমি।


মরে গেছে জ্যান্ত সে মন
উষ্ণতা ছুঁয়ে যায় এ দেহ।
তোর আসা মানে না এখন
পাথরে ভালোবাসে কি কেহ!!


সময়ের বড় অভিশাপ
তুই শুধু ছুঁয়ে যাস মন
তোর ছোঁয়া জাগায় যে পাপ
হৃদয়েতে বড় জ্বালাতন।


চলে যারে আজ তুই সেথা
যেথা আছে অশান্ত যৌবন
আদরেতে মোছাবি সে ব্যথা
ভরে দিস পিয়াসী চুম্বন।


চশমাটা মুছে নিই আজ
ভুলে যাই পুরাতন সাজ।