কবিতা:- প্রথম গোলাপ দিন
            মনোজ ভৌমিক


ঘুম ঘুম রাত নিঝুম তখন, অন্ধ ছিল যে মন,
কৌতূহলী ও কৈশোরটা,যৌবনে করলো পদার্পণ।
হঠাৎ করে এ মনেতে জাগলো প্রেমের শিহরণ,
ইশারায় স্কুল পালিয়ে,এক গোলাপ দিলে তখন,
বললে আমায় মিষ্টি হেসে,"বন্ধু আমরা এখন।"
হাতের 'পরে হাতটি রেখে,চোখে আদর জ্বালাতন,
কাঁপা কাঁপা ঠোঁট উঠলো যে নেচে,উচাটন তনু-মন।
চোখের নজর চোখেতে রেখেই শিহরিত কম্পন,
হৃদয়মাঝে উঠলো জোয়ার,কল্পনার জাগরণ।
বললে তুমি আবার হেসে,"এ মন যে তোমার এখন।"
একান্ত সেদিনের সময় সন্ধ্যা গড়ালো যখন,
বললে তুমি আদর দিয়ে,"এবার বাড়ী ফেরার ক্ষণ।
আবার হবে দেখা গো বন্ধু,ভুলিও না আমায় যেন,
প্রথম এই গোলাপি মন শুকোয় না যেন কখনো?"