কবিতাঃ- রইলো শুধুই গোপন
✍️ মনোজ ভৌমিক


ছন্দগুলো হারিয়ে গেছে
মন্দ সময়ের ভীড়ে,
মনের গহীনে গোপন ইচ্ছে
কাঁদছে হৃদয় নীড়ে।


কেমন করে বোঝাই বলো
পুরানো সময় স্মৃতি!
এখনো এই মনের মাঝে
করছে গুঁতোগুঁতি।


তালকানা সেই কৈশোরটা
বলছিল চুপিকথা!
প্রথম পাওয়া তোর চুম্বন
নিমেষে জাগায় ব্যথা!!


থর থর থর চোর কম্পন
পলক ঝাঁপানো আঁখি!
গোধূলির এই রক্তরাগে
মন আয়নায় দেখি!!


হঠাৎ করে যৌবন এলো
করলি না আর আপন,
চিলেকোঠার চির সত্যটা
রইলো শুধুই গোপন।