কবিতাঃ-সংসার তো হওয়াই চাই
✍️ মনোজ ভৌমিক


জোগাড় করা ক্ষেত খামারে করছি আজ মনের চাষ,
দেখছি মনের বীজ তো নেই কিসের জন্য এই প্রয়াস!
সংসার করা নয় তো সোজা যেমন তোমার অভিলাষ,
পানের থেকে খসলে চুন দেখবে সামনে সর্বনাশ।


ধর্ম তবুও কোরো পালন রক্ত মাংস শরীরে খাস,
সামঞ্জস্য বিধান হলেই থাকবে না তো অনুপ্রাস।
খেলনা তো নয় ক্ষেত্রটা ভাই  যেমন ছিল শৈশব কাল,
মাথা ভর্তি চুল খসেছে দেখছি মাথায় বিশাল টাল!


কুক লুকানি খেলা যখন জাগায় মনে ব্যপক দ্যুতি,
ধীরে ধীরে ঐ শরীরটাতে প্রবেশ করে মদন রতি!
ভালোবাসার মধুর পরশ ছুঁয়েই নিল এ অর্বাচীন,
সংসার নামের যতুগৃহে বন্দী হলো অলস দিন।


লাঙল চোষা এই জীবনে বুনি যখন আশার বীজ,
ওদিন থেকে প্রতিদিনই হিসেব কষে এ রক্তবীজ।
দিন যাপনের এ মন্ত্রটা গরীব থেকে ধনীর এক,
নুন আনতে পান্তা ফুরোয় কামাই যতই তুঙ্গে থাক।


হোক না কঠিন জীবন পথ সংসার তো হওয়াই চাই,
নইলে পরে পাকবে আম চুষবে তুমি আঁঠিটাই।