কবিতা:- প্রশ্ন শুধু রয়ে যায়
✍️ মনোজ ভৌমিক


জ্বলে পুড়ে নিভে গেছে যেথা অজস্র  মোমবাতি!
প্রতিবাদী মিছিলেতে শুধু ভাবনার আহুতি।
তন্ত্র যেন মন্ত্র উচ্চারণের পুরানো স্থপতি!
এ ভূমিতে মনুষ্যত্বের আজো হয়নি জাগৃতি!


একবিংশ কেঁদে মরে অসহ্য যন্ত্রণা নিয়ে বুকে,
ও মেয়ে তুই মেয়ে হলি বল আজ কোন সুখে!
হিংস্র কুকুরদের নজর তোর নরম মাংসে!
দেহটাকে ছিঁড়ে কুটে খায় দৈহিক সুখ আশে!!


মহানগর ঘুমিয়ে ছিলো সেদিন শীত রাতে!
আসিফের কান্না শোনেনি কেউ ওইদিন প্রাতে!!
ধর্ষিতা প্রিয়াঙ্কাও জ্বলেছে দুর্বৃত্তদের হাতে!
মনীষার শরীরটা ছিঁড়ে খেলো শ্বাপদেরা একসাথে!!


প্রশ্ন শুধু রয়ে যায় আজ নির্লজ্জ শতাব্দীর মনে,
যুগ যুগান্তরে নারী কী ভোগ্য সামগ্রী এখানে!!