কবিতাঃ- ২০০তম জন্মদিনে
✍️ মনোজ ভৌমিক


দামোদর আজও বহে চলে নেই সে স্রোত এখন!
রূপনারায়ণে ওঠে ঢেউ কূল ভাঙে যখনতখন!!
কাঁসাইয়ের গতি অসহায় ভাবনায় ডুবে যায় মন,
বঙ্গসাগরেও নেই সে সম্ভার ব্যর্থ অবগাহন।
সময়ের বিড়ম্বনায় আজ অবহেলিত বর্ণপরিচয়!
নামের বাঙালি যেন আমরা বাংলায় দেখি সংশয়!!
মাতৃত্বের রিক্ত আহ্বান খুঁজি আজ হিসেবী খাতায়!
সময়ের বিবর্তনে কর্তব্যের ওজন হয় দাঁড়িপাল্লায়!!
নারীত্বের অবমাননা দানা বাঁধে প্রতি ঘরে ঘরে,
লাঞ্ছনা গঞ্জনা সর্বত্র বিচ্ছেদ ভাবনা কেঁদে মরে।
প্রজন্মের ঔদ্ধত্য ভেঙে দেয় বিদ্যার মর্মর প্রতিকৃতি!
বীরসিংহের বুকে এঁকে দিলো উদ্ভ্রান্ত সময়ের কুকীর্তি!!
তাই বুঝি ১২ই আশ্বিন ভাবনা বুকে চেপে ঘুমিয়ে যায়!
জেগে ওঠে ২৬শে সেপ্টেম্বর প্রজন্মের মনের খাতায়!!