কবিতা:- উড়ো মেঘ
             মনোজ ভৌমিক


কোথা হতে আসো তুমি,কোথা চলে যাও!
ক্ষণেক কাঁদিয়া নিজ,সবারে হাসাও।
বাতাসের সাথে ভাসি যাও তুমি কোথা!
কাহারে শোনাও কথা অশ্রুসিক্ত ব্যথা?
পাগলপরাণ আজ খুঁজিছে কাঁদিয়া,
গাহে জীবনের গান অতৃপ্ত রাখিয়া।
তৃষিত মাটির বুকে জাগে না'কো প্রাণ,
এ প্রাণে আসবে কবে সজীব আঘ্রাণ?


নদীর বুকেতে কাঁদে পিয়াসী স্পন্দন,
পাহাড় হৃদয়ে ঝর্ণা নাচিবে কখন?
কেন তুমি যাও চলি বলো নাগো প্রিয়ে?
প্রতিধ্বনি শুনি সদা হাহাকার নিয়ে।
যক্ষের বিরহ নিয়ে কাঁদে সসাগরা,
তোমার স্নিগ্ধ পরশ পায় না তো ধরা।