রাত্রি জেগে পড়ছি খালি
চোখের কোনায় ধরছে কালি
আগের মাসে পরীক্ষাযে
না পড়লে গিলবো গালি।


ঘুমের ঘোরে মনের ঘরে
দশটা দিলে একটা ধরে
হঠাৎ দেখি বইগুলো সব
দৌড়ে পালায় ভিষণ জোরে।


ছুটছি যখন তাদের পেছন
হঠাৎ মোরে তাড়ায় কলম
ওরেব্বাবা বাগে পেলেই
খুঁচিয়ে আমায় করবে জখম।


কোন রকমে ছুটতে গেলে
সব কিছুকে ঠেলেঠুলে
স্যার ও দেখি আসছে তেড়ে
কেঁদেই ফেলি মা মা বলে।


এমন সময় ডাকলো মায়
খোকন সোনা ঘুমোবি আয়
ঘুমের ঘোরে স্বপন দেখে
কাটাসনে আর রাত্রিটায়।