স্বরলিপি বরমালা খর নদী রঙ্গ
আনমনা মনোবীণা খোঁজে কার সঙ্গ।
এমন ফাগুনক্ষন সুরভি এ মুকুলে
মৌসুমী চুমে যায় এলো খোলা চুলে।
মৌটুসি উপবাসী ঋতুস্নাতা প্রভাতে
নয়ন রঞ্জন নবারুন আলোতে।
মন্দ সমীরণ শিহরিত তনুমন বিবাগী
অঞ্চল চঞ্চল এলোমেলো বৈরাগী।
হোথা দূরে কোন সুরে বাঁশুরী তরঙ্গ,
ঝনন ঝনন মল কম্পিত অঙ্গ।