একটি কবিতা লিখতে যত ক্যালরি শক্তি খরচ হয়,
আমি তা জমিয়ে রাখতে পারতাম।
নির্লজ্জ প্রেমিকের মত,
সম্পর্কে অভ্যস্ত হতে পারতাম।
হতে পারতাম দেবদাস আমি,
অথবা,
সেই বিষখোর ।।
আমার উত্থান হতে পারতো,
সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণের বেদী থেকে।
আমি কারো ভবিষ্যতের পাহারাদার হতে পারতাম,
অথবা
সময়ের অর্থগত মূল্যের কাছে, নিজেকে উত্সর্গও করতে পারতাম।
আমি মুক্ত মঞ্চের অভিনেতা হতে পারতাম,
সভ্যতার উজ্জল রোদ প্রতিফলিত হতো আমার শরীরে।
এখন আমি একটি সম্ভবনাময় অতীত অথবা,
একটি অতিতময় বর্তমান।
আমি সেবার সক্রেটিস হয়েও ছিলাম,
তোমাদের বিভ্রান্তির মাঝে কারোই চক্ষুগোচর হইনি।
আমাকে ভেবে বিভ্রান্ত হয়োনা,
আমি কবি নই কবির ছায়া মাত্র।