রসিকতা বোঝ না হেমন্ত
বেরসিক জড়তায় জড়িয়ে নাও
কুঁকড়ে যাই শিরশির অস্বস্তিতে।


স্বার্থপর!
নগ্নগায় শোষণ করো আমার তাপ
ধীর করো তরলের স্রোত।


অনুনয় করি,
বরফে হাত ধুয়ে আলিঙ্গনে এসো না-
অনুভূতিহীন হয়ে যাই।


কেন তুমি উষ্ণ পোশাকে আসো না?
সূর্যকে বলে দেবো-
সে যেন তোমাকেও
উলের এক গরম পোশাক দেয়।