================================
সুন্দর,
কি সুন্দর,
শুভ্র মেঘের অনন্ত সারি,
মহা প্রত্যয়ী নিত্য সত্য সূর্য রাশি,
কি অসহায় আজ,
মেঘের বাহুডোরে সাদরে বন্দি।
ঝক ঝকে সূর্য আকাশে,
তুর্য বানে ঝলসে চারিদিক,
মধ্য দুপুরে সাঁঝের আলো,
মাটিতে সন্ধ্যের টিপ।
দিগন্ত হীন আকাশে স্তরে স্তরে,
দল ছুট মেঘের মেলা,
বিছানো যেন বিস্তৃত পর্বত রাশি,
থেমে নেই ভাঙা গড়ার খেলা।
লুকোচুরি রংধনু মায়ার জাল,
পারেনি লুকাতে অশ্রু কুয়াশায় অন্তরাল।
ছেঁড়া ছেঁড়া মেঘে ক্ষণজন্মা বৃষ্টি,
অনন্ত নীলের অবকাশে বহতা নদী,
গভীর নীল শেষে, হটাৎ দেয় উঁকি,
শান্ত সবুজের চিরচেনা পটভূমি,
আমাদের অতি প্রিয়,
মায়ার এ পৃথিবী।
================================


( উড়োজাহাজের ছোট্ট জানালা থেকে দেখা )