======================


করোনা করেনি এতটুকু করুণা,
করুণা করেনি বিধাতা।
সুতীক্ষ্ণ নখের আঁচড়ে রক্তাক্ত, লণ্ডভণ্ড
নিভে গেছে কত উচ্ছল জীবনের প্রদীপ্ত শিখা।
কালো অন্ধকারে বিস্তৃত মৃত্যুর করাল থাবা,
নিঃসঙ্গ, নিঃশব্দ, অসহনীয় নিস্তব্ধতা
আনন্দ,হাসি, কোলাহল সুদূর পরাগত
মিথ্যে অহমিকা, আস্ফালন দম্ভ
পদানত, ভুলন্টিত।
ক্লান্ত সময়, একীভূত দিনরাত্রি
তিলোত্তমা বসুন্ধরা আজ ভয়াল মৃত্যুপুরী।
থেমে গেছে প্রাণের স্পন্দন,
বাতাসে শুধু অশ্রুবিন্দু,
প্রিয়জন হারানোর বুকভরা ক্রন্দন।
অঝোর অশ্রুর ধারা,
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা
কত অর্ঘ্য, কত নিবেদন
কত কায়মনে সর্বান্ত সমর্পণ।
তবুও গলেনি বিধাতার মন ,
করুণার ধারা থেকে গেছে অধরা।
মৃত্যুর মিছিল হয়েছে দীর্ঘ থেকে দীর্ঘতর,
জনপদ, প্রান্তর
দেশ থেকে দেশান্তর
কোথায় বিধাতা, কোথায় ঈশ্বর
সৃষ্টির বিনাশে মত্ত অসুর,
উন্মত্ত, নৃশংস, নিষ্ঠুর
কে রুখবে তারে,  
সে সময় আর কতদূর,
আর কতদূর।
========================