প্রিয়ার আবাস খুঁজি, সারাদিন ফিরি সযতনে
নাম-ধাম-গোত্র-গৃহ - বাঁধিবারে সহস্র বন্ধনে।
না খুঁজিয়া পাই দেখা, খুঁজিয়া সন্ধান নাই যার
কি করি তাহারে লয়ে,  এ যে বড় বি চিত্র ব্যাপার।
শ্রন্ত দেহে ক্লান্ত মনে, অর্ধ্বরাত্রে করিনু শয়ন
নিদ্রা, না সে জাগরণ! দেখিলাম অদ্ভুত স্বপন।
সেই হাসি, সেই অশ্রু সেই মুর্ত্তি পার্শ্বে মোর আসি
কহিল কৌতুক কণ্ঠে স্মিত হাস্যে সাদর সম্ভাষি।
এ কি কৌতুহল বন্ধু, কেন এই মিথ্যা খোঁজাখুঁজি
ভাল যদি বেসে থাক, সেই মোর ঠিকানা ঠিকুজি।
কি বন্ধন চাহ আর, বাকি কি রয়েছে বল দিতে?
নাম? প্রিয়া; গোত্র? প্রেম-গৃহ? তব অন্তর গলিতে।