যতীন্দ্রমোহন বাগচী

Jatindramohan Bagchi

যতীন্দ্রমোহন বাগচী
জন্ম তারিখ ২৭ নভেম্বর ১৮৭৮
জন্মস্থান জমশেরপুর, নদীয়া, পশ্চিমবঙ্গ
মৃত্যু ১ ফেব্রুয়ারি ১৯৪৮

যতীন্দ্রমোহন বাগচী (Jatindramohan Bagchi) ১৮৭৮ সালের ২৭শে নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জমশেরপুরে জন্মগ্রহণ করেন। কলকাতার ডাফ কলেজ (বর্তমানে স্কটিশ চার্চ কলেজ) থেকে তিনি স্নাতক পাশ করেন। বিভিন্ন সাহিত্য সাময়িকীতে তিনি নিয়মিতি লেখালেখি করতেন। ১৯০৯ থেকে নিয়ে ১৯১৩ সাল পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা মানসী-র সম্পাদনায় নিয়োজিত ছিলেন। ১৯২১ থেকে নিয়ে বছরখানেক তিনি অপর এক সাহিত্য সাময়িকী যমুনা-র যুগ্ম সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৪৭-৪৮ সালে তিনি নজস্ব পত্রিকা পূর্বাচল চালু করেন এবং এর সম্পাদনার দায়িত্বে নিয়োজিত থাকেন। তাঁর কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার প্রভাব পরিলক্ষিত হয়। এছাড়াও তার কবিতায় প্রত্যন্ত বাংলার হাসি-কান্নার রূপ অত্যন্ত প্রাঞ্জলভাবে ফুটে উঠেছে। ১৯৪৮ সালের ১লা ফেব্রুয়ারী যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন।


এখানে যতীন্দ্রমোহন বাগচী-এর ১৪টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
অন্ধ বধূ
অপরাজিতা ১৭
কর্ম
কলঙ্ক
কাজলা দিদি ১৪০
কেয়াফুল
দাসীপুত্র
দ্বিপ্রহরে
নাগকেশর
প্রিয়া
ভালবাসার জয়
মাধবিকা
যৌবন-চাঞ্চল্য ১১
স্বপ্ন দেশ