আমার চোখের জলে
ভাসবে কাগজের ভেলা
যত কথা লিখেছি ক্ষণে ক্ষণে
মুছে যাবে আজ সারা বেলা,
শুকনো স্মৃতির মালার পাহাড়
পড়বে ধ্বসে পোড়া ছাইয়ের স্তূপে
মন খারাপের পলাশ বসন্ত
ঝরে যাবে অজানা কোন কূপে,
বন-হাস্নুহেনার গন্ধ সুধায়        
আকাশ কুসুম মায়ার কল্পনা
কথার রচনায় মোহিত হয়ে
শুধুই স্বপ্ন দেখার জল্পনা,
আমার চোখের জলে
এ-ব্যথা ভেসে চলে জলের বুকের মাঝে
ধুয়ে যাক সব আঁকিবুকির আঁচর
দিনের শেষে সূর্য ডোবার সাঁঝে ।।