না থাকুক জ্যোৎস্নার প্লাবন
না থাকুক অমাবস্যার নিকশ
আছে শুধু আধফালি চাঁদ
আর তার রহস্যময়ী মোহিনী রূপ,  

মিঠে স্নিগ্ধ এক চিলতে আলো
আচ্ছন্নতার আবেশে
ডুবে যায় আবেগী ভালোবাসায়
নরম ধূলোর মাধুরিতে,

মধুর আলিঙ্গনে মহুয়ার সুবাসে
রচনা করে চলি অপরূপা মায়ায়
গগন বিলাসী এক ফালি চাঁদ
আজ তুমি আমার, শুধু আমার,


না থাকুক জ্যোৎস্নার প্লাবন
না থাকুক অমাবস্যার নিকশ মোহিনী রূপ
আছে শুধু আধফালি চাঁদ
আর তার রহস্যময়ী মোহিনী রূপ ।।