আঁধার রাত
বৃষ্টি ঝুম ঝুম
মেঘেরা কথা কয়
আকাশের সাথে
ধুসর চাদরে ঢাকা
আধফালি অভিসারিণী চাঁদ  
অন্তর্হিত হয় কোন অন্তঃপুরে ।

কালো পর্দায় ঘেরা বনরাজি
প্রেমের আত্মবিলাপে মগ্ন
বন হাসনুহেনা জুঁই চামেলির
সুবাসে ঘেরা উচ্ছাস
ঝিঁঝিঁর মধুর রাগে
পাতার আড়ালে একজোড়া ঠোঁট
হয়ে ওঠে মধুর প্রতিশ্রুতির সাক্ষী ।

আঁধার রাত
বৃষ্টি বাঁধে ভালবাসার বন্ধন
ঝুম ঝুম ঝুমঝুমা ঝুম
কালো আকাশে দূরে ভাসমান ক্ষীণ নক্ষত্র
ধুসর চাদর ভেদ করে
অভিসারিণী চাঁদ আধফালি হয়ে
অন্তঃপুর থেকে হয় উদ্ভাসিত ।।