খাদের কিনারে পাথরের বুকে
পাহাড়ী নদীর অশান্ত ঢেউ  
অসংখ্য প্রতিধ্বনির উন্মাদনায়
বয়ে চলে আপন খেলায়,

বাঁধা-বারণ জয় করে
সহানুভূতির আশায়
পাথুরে ক্যাকটাসগুলো নুইয়ে পড়ে
উদ্দাম নৃত্যে ভরা চঞ্চলতায়,

শীতলতার আবেশে
মেশে ঝরনার কলধ্বনি
ডানামেলা রঙিন পরিযায়ী পাখিরা
ফুটিয়ে তোলে বুনোফুলের হাসি,

আঘাতে আঘাতে অদ্ভুত ভালবাসার রেশে  
পাহাড়ী নদী বয়ে যায়
পাথরের বুকে অজস্র আওয়াজ তুলে
রেখে যায় আঘাতে আবেশের রাশি ।।