মেঘের ভেলা ছুটে বেড়ায় দূর থেকে দূরান্তে,
শরৎ রোদের হাসি সাথে চলে পৃথিবীর প্রান্তে ।
ঢেউয়ের তালে নাচে তটিনী, মধুর তানে কলধ্বনি,
বাতাসে ভাসে সুবাস, শিউলির গন্ধ দেয় সম্মোহনী ।


কাশফুলের দোলে বাজে আগমনীর আগমনের স্নিগ্ধ সুর,
বাপের বাড়ি আসছে উমা, আর নেই দূর ।
সবার তরে রয়েছে আনন্দের রেশ, ছন্দে ভরপুর ।।