তোমার সুখ আমার দুঃখ
তোমার হাসি আমার কান্না
তোমার অনুরাগ আমার বীতরাগ
তোমার ভালোবাসা আমার ঘৃণা ।


আমার দুঃখ-ভরা জীবনে শান্তি পাই
যখন তুমি ভোগ কর অপার সুখ
আমার কান্না-ভেজা দু’চোখ পরিতৃপ্ত হয়
যখন তুমি সবাইকে দেখাও হাসি মুখ ।


আমার বীতরাগ জাগায় যখন
তোমার প্রেমাস্পদের প্রতি অনুরাগ
আমার ঘৃণা বাড়ায় তখন
তোমার ভালোবাসার অনন্ত সোহাগ ।


ভালোলাগা যখন রাতের তারা গোনে
ভালোবাসা হয় তখন রক্তিম সূর্যের রেখা
বসন্তের পূবালী হাওয়া যখন ছন্দে দোলে
পলাশ-শিমূলের তখন রোমান্টিকতা শেখা ।

সুখ দুঃখ হাসি কান্নায় ভেসে চলে
জীবনের পথ চলার অনুশীলন
রাগ-অনুরাগ আর ভালোবাসা-ঘৃণার একাত্মতায়
কৃষ্ণচূড়া-রাধাচূড়ার ঘটে মহামিলন ।।


   ***