আমরা নারী
নই তো অবলা
কোনো কাজে থেমে নেই মোরা
আমরা সবাই সবলা ।  


দু’মুঠো অন্নের তরে
কেনবা রইবো পড়ে
অন্যের ভরসায় মোরা
দেখব দুনিয়াকে সব কিছু করে ।


আমরা কন্যা আমরা জায়া আমরা জননী
দুর্জনকে করবো দমন নিজ স্বভাবে
সবে মিলে একজোটে
পুরুষ নারী আজ সম ভাবে ।


বুনবো চারা তুলবো ধান  
ভরাবো সবার মন প্রাণ
একসাথে সবে হাতে হাত ধরে
দূর করবো সব কলুষতা দিয়ে জান ।।