অনুভবের অনুলিপিতে শুধুই আসা-যাওয়া
স্মৃতির অতল গহ্বরে বারবার ফিরে পাওয়া,
অলীক আশায় স্বপ্নিল খেলার বালুচরে
আকাশ-নীলে হৃদয় ওড়ে শুধু অনুভবের তরে ।


অনুভবের গভীর সাগরে ডুব দিয়ে সারাবেলা
বাতাসে হারায় ভাব-ভালবাসার অপরূপ সব খেলা,
অনুভূতির বুদবুদে ওঠে সবুরের মেওয়া
অনুভবের স্রোতে দুনিয়া ভাসে বাস্তবের দেওয়া-নেওয়া ।


অনুভব বাঁচার সোপান, অন্তরের পরিপূর্ণ আতিশয্য
কল্পনার জগৎ গড়ে তোলে বহু ভাস্কর্য,
অনুভূতির তুলিতে ছবি এঁকে যায় অনেক রঙিন রঙ
তাই অনুভব এক মুগ্ধতার মনোহরা, ঐক্যের বন্ধন ।।
            *****