শ্রাবণের ঝমঝম বৃষ্টি
কড়কড়ে মেঘের ডাক
সকালে ঘুম ভেঙ্গে দেখি
বিন্দু বিন্দু জলের ফোঁটা
মাথার কাছে তিনি
আমার প্রিয় রবীন্দ্রনাথ ।


আজ বাইশে শ্রাবণ
তাঁর প্রয়াণ দিবস ।


জীবন মরণের সীমানা ছাড়ায়ে
আপন মনের মাধুরী মিশায়ে
জড়িয়ে আছে শ্রাবণের ধারায় হৃদয়ে মম
বহু দূর হতে কে যেন ডাক দিয়ে যায়
আয়রে আয়রে আয়রে আয় ।


জানালার বাইরে ছুটে যায় মন
কবি তুমি কোথায়, তুমি কোথায় ?
বহু দূর হতে ভেসে আসে
ঘন বৃষ্টি ধারার মাঝে
‘মরণ তুহু মম শ্যাম সমান’ ।।