হে বিপ্লবী বীর ক্ষুদিরাম
মেদিনীপুরের হাবিবপুর গ্রামে
৩রা ডিসেম্বর ১৮৮৯-এর পুণ্য লগ্নে
এসেছিলে মাতৃভূমি স্বাধীনতার সংগ্রামে ।


শরীরের প্রতিটি রক্ত কণিকায়
জাগিয়েছিলে দেশপ্রেমের আদর্শ
ভারতমাতার পরাধীনতার গ্লানি মোচনে
সঞ্চারিত করেছিলে কঠিন ব্রত, মনেপ্রাণে হর্ষ ।


মায়ের চক্ষুজলে বিগলিত হয়েছিল তোমার অন্তর
‘শৃঙ্খল মুক্ত করো’র ডাকে দিয়েছিলে সাহসী পরিচয়
ব্রিটিশ সরকারের নিষ্ঠুর ফাঁসির দড়িতে
উৎসর্গ করেছিলে দেশমাতৃকাকে, রেখে সকলকে সংশয় ।

১৯০৮-এর এগারোই আগস্ট মুজফফরপুর
তোমার দেহ হয়েছিল নিথর, পবিত্রতায় মহান    
কোটি কোটি ভারতবাসী ফেলেছিল চোখের জল
আজও তারা স্মরণ করে মায়ের প্রতি তোমার সন্মান ।।  


                   ***                                            
(ভারতের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস ১১ই আগস্ট । তাঁর প্রতি রইল আমার শ্রদ্ধাঞ্জলি ।