অমর তুমি হে বিপ্লবী কবি
রয়েছ হৃদয় মনে
আজো ফেরো তুমি প্রতিটি ঘরে
পূর্ণিমার আলোয় জ্যোৎস্নার প্লাবনে ।


ক্ষণকালের তরে এসেছিলে ধরাতলে
রেখে গেছো অসাধারণ লেখনি-কথন  
কাব্যসম্ভারে, সাহিত্যভাণ্ডারে গানে গানে
জাগিয়েছিলে সাম্যবাদীর স্ফুরণ ।

ছুটেছিল রাণার ঝুমঝুম ঘণ্টা বাজিয়ে
একটি মোরগের দুঃস্বপ্নের আত্মকাহিনী
জনগণের মনে প্রেরণা জুগিয়েছিলে
মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন-মোহিনী ।  


শোষিত মানুষের কর্মজীবন
আগামী পৃথিবীর সংগ্রাম
ভাবিয়েছিল তাকে আপসহীন কবিতায়  
পরাধীন ভারতের স্বাধীনতার বিপ্লবী বলিদান ।


অমর তুমি হে বিপ্লবী কবি
রয়েছ হৃদয় মনে
আজো ফেরো তুমি প্রতিটি ঘরে
পূর্ণিমার আলোয় জ্যোৎস্নার প্লাবনে ।।