বড় বিচিত্র এ মন  ….
কখনো সোজা সরলরেখা
কখনো কঠিন আস্তরনে ঘেরা,
কখনো অফুরন্ত চাওয়া-পাওয়া
কখনো সুখ-দুঃখ, আলো-আঁধারি, বৈচিত্রে ভরা ।


বড় বিচিত্র এ মন …
কত সংগ্রাম আসে আর যায়
কত কল্পনার জাল এঁকে যায় গভীরে,
কত অজানা ধরা দেয় বিস্ময়ে
কত স্বপ্ন ছুঁয়ে থাকে হৃদয়ের তিমিরে ।


বড় বিচিত্র এ মন …
নীল আকাশের গহীনে হারায় গতি
সবুজ বনরাজির মাঝে ছড়ায় মৌতাত,
সাগরের ঢেউয়ে-ঢেউয়ে খোঁজে অপার সম্ভাবনা
ক্রোড়ে তুলতে চায় সে স্বপ্নের পারিজাত ।


বড় বিচিত্র এ মন …
প্রজাপতিরা ছুটে বেড়ায় রঙিন ডানায়
আনন্দে দিশেহারা হয় মন,
বৃষ্টিতে ভেজার শেষে
রাঙিয়ে দেয় সাত-রঙা ধন ।


বড় বিচিত্র এ মন …
আঁখিতে আঁকে ভালবাসার ছবি
জাগিয়ে তোলে কত কথা,
ছোট্ট নদীর কানে কানে বলতে ইচ্ছে জাগে
ক্ষুব্ধ অন্তরের ব্যথা ।


বড় বিচিত্র এ মন …
কখনো তাকে বাঁধতে হয়
আপন নীড়ে বাস্তব জগতের মুখে,
কখনো বাঁধনছাড়া অপরিসীম আশা
মানবতা আর উদারতাকে সাক্ষী করে দুখে ।।
                    ******