জমেছে আকাশে কালো মেঘ
বর্ষা যে এসে গেছে,
আষাঢ়-শ্রাবণ ভরে নামবে বাদল
কাঠফাটা মাটি চায় জলের পরশ,
চাষীর মনে ভরপুর আনন্দ
শান্তির বারিস ধারায়
নামবে ঝম-ঝমা-ঝম বৃষ্টি,
কাঠফাটা মাটি উর্বরতার যষ্টি পেয়ে
সোদা  মাটির গন্ধে হয়ে উঠবে উচ্ছল,
পুকুর-নদী, গাছ-গাছালি, ফুল-ফল
পেয়ে যাবে প্রাণের নবীনত্ব,
চাষী বপন করবে নতুন ধানের বীজ
নতুন প্রাণের সঞ্চারে উথাল পাথাল তার হৃদয়,
অগ্রহায়নে উঠবে সারা বছরের ধান
সুগন্ধে ভরে উঠবে নবান্ন উৎসব,
মা-লক্ষ্মীর কৃপায় জাগবে মনে নতুন ভরসা
সেই ধানের চালের রপ্তানিতে হবে গ্রাসাচ্ছাদন
আর ভরপুর হয়ে উঠবে  সংসার,  
তার সাথে-সাথে দেশে-দশে পৌঁছে যাবে
সবার মুখের অন্ন,
আসুক বৃষ্টি ঝমঝমিয়ে
জেগে উঠুক নতুন আশা চাষির মনে ।।