অপরূপ ছবি ভাসে
বর্ষার ধূসর ক্যানভাসে,
যাই স্বপ্নের দেশে
সুরের মূর্ছনায় ভালোবেসে ।


উদাসী মনের আশা
খোঁজে একটি বাসা,
যেথায় পাবো তারে
স্বপ্নিল সাগর পাড়ে ।  


অঝোরে ঝরুক বারি
ফুটুক রূপকথার সারি,
ভাসুক মল্লিকার গন্ধ
দুশ্চিন্তা হোক বন্ধ ।


আকাশের কালো ছায়ায়
বেদনা  আপ্লুত মায়ায়,
সব ব্যথার অবসানে
আপ্লুত বর্ষার গানে ।  


মেঘের নিনাদের আনন্দে
ময়ূর নাচে ছন্দে,
সতেজ বনরাজির মাঝে
স্নিগ্ধ মধুরেণু সাজে ।


আষাঢ়ের উল্লাসের অপরূপতায়
প্রকৃতি উপছায় মুগ্ধতায়,
আত্মহারা বাদল বেলায়
ফিরি হারানো খেলায় ।।
          *****