আষাঢ় কালো শ্রাবণ ধারায়
বাদল ঝর ঝর ঝর
সোঁদা মাটির গন্ধে মন মাতাল
পথ ঘাট সব হয় জলস্রোতে ভর ভর ।


জল ছল ছল পথের পরে
কাগজের নৌকায় মজার খেলা
নব আনন্দে শিশুর হাতে ভাসে
খুশির বারি ধারায় উচ্ছল হয়ে ওঠে সারা বেলা ।


গ্রামের পথে মাখামাখি কাদা
পথ পাশে বাজে ব্যাঙের মধুর তান
পা পিছলে কেউ পড়ে পথে, মেখে গায়ে বর্ষার জল
মাছ ধরে পথের জমা জলে, সানন্দে শোনা যায় কলতান ।


শহর বাজারে মন হয় উচাটন
ভাঙ্গা পথে জমা জলের বন্ধনে
পথ বেয়ে চলে কোথাও ছোট ডিঙি ছলাৎ ছল
তবু আশায় বুক বাঁধে, প্রাণে জাগে নব উত্তরণ ।


হোক পথ-ঘাট জলে জলাকার
খুশির উচ্ছলতায় ঝলমল নব কিশলয়
রিমঝিম ঝিম নিক্কনের সুরে
বর্ষারাণী ভরবে ধারায়, পথ-ঘাটে বইবে মৃদু মলয় ।