বেলা শেষে সূর্যি-হাসি
পশ্চিমেতে মিলায়
সন্ধ্যে বেলায় মিষ্টি হেসে
মৃদু চাঁদ কান্তি বিলায়,  


নদীর চরে দখিনে হাওয়া
শীতল মন-প্রাণ
ছোট্ট ডিঙ্গি মাঝ-নদীতে  
ভেসে আসে মাঝির গান,


নামলো রাত উঠলো চাঁদ
তারা ঝিকিমিকি
বুনো ফুলের মিঠে সুবাস
জুড়ায় মোদের প্রাণের ধিকি,  


বোশেখের স্বপ্ন দেখা
সার্থক হল আজ
বারে বারে যেন ফিরে আসে
তপ্ত সাঁঝে প্রকৃতির মোহিনী সাজ ।