রক্তিম আভা ছড়িয়ে
আসছে বসন্ত-বৌরির হরষ  
মন ভরিয়ে গায়ে মেখে
মেঘ ভাঙ্গা রোদের পরশ ।


পলাশের কুঞ্জ সেজেছে
নব-যৌবনা বাসর ডালিতে অপরূপে
কৃষ্ণচূড়া-রাধাচূড়ার পাতার মাঝে  
বসন্ত-বৌরি উঁকি দেয় সুনয়নে অভিরূপে ।


ভালবাসার রঙিন আবিরে
বিমুগ্ধ আকাশের সামিয়ানা
রক্তিম আলোর অপরূপ শিখায়
দুটি মন ভেসে যেতে চায় বসন্ত-বৌরির আঙিনায় ।।  


                     *******