পশ্চিম আকাশের কোল ঘেঁষে
জমেছিল একরাশ কালো ধোঁয়াশা মেঘ,
অঝোরে নেমেছিল বৃষ্টি
মনের সবটুকু রঙ ধুয়ে মুছে হয়েছিল একাকার,
প্রেমে সিক্ত শরীরে নতুন বিশুদ্ধতা  
অন্দরমহলে এনেছিল জোয়ার-ভাঁটা,  
কচি পাতার বৃষ্টি-স্নাত হাসিতে
জেগে উঠেছিল ছন্দের আন্দোলন,  
মেঘ-বালিকার মিশ্রিত রাগের বাঁধা গানে  
থেমে গিয়েছিল বৃষ্টির ধারা,  
তখন আকাশ জুড়ে তির্যক ভঙ্গিতে  
শুরু হয়েছিল রামধনুর সাতরঙের আলাপন ।।