কেটেছে কত বিনিদ্র রজনী
ভাবনাগুলো হয়েছে ছারখার,
চেয়েছি নিশ্চিত ঘুমের একটা রাত
চাওয়াটা ভেঙে স্বপ্নটাও হল চুরমার ।


এসেছে শত ঝড়-ঝঞ্ঝা শত তুফান
জীবন যাপন সিক্ত হয়েছে জেরবারে,
তবু বুক বেঁধে যায় আশার আকিঞ্চন
অবুঝ মনটা ছটফট করেছে বারেবারে ।


আসুক না একটি রাত শেষের বেলায়
সব চিন্তা জাল দূরে ঠেলে দিয়ে,
দুঃখ-বেদনাগুলো রাতের মায়ার বাঁধন ডোরে
আসুক নিশ্চিত এক ঘুমের স্নিগ্ধতা নিয়ে ।।
           ******