কিছু হারানো, কিছু চাওয়া-পাওয়ার মাঝে
কেটে গেছে দিনগুলো, মাসগুলো, গোটা বছরখানি,
মনের অন্তঃপুরে জমে আছে
দোদুল দোলায় দোলা স্বপ্নের কত দিন, কত রাত ।


জমানো ব্যথাগুলো স্মৃতির পাহাড়ে লুকিয়ে আছে
ভুলতে চেয়েও ভোলা যায় না অন্তর-বেদনা,
ছাই-চাপা আগুনে হয় অন্তঃস্ফুরণ
কেবলি ধুক-ধুক করে জ্বলে চলে মনের দহন ।


সুখের অনুভূতিগুলো স্বপ্ন হয়ে জেগে রয়
অনুপ্রেরণা খুঁজে নিতে আনন্দের আকাশে,
কল্পনার আশ্রয়ে হঠাৎ সেই স্বপ্নগুলো ভেসে যায় দূর দূরান্তে
আগামীতে সুর হয়ে গড়ে ওঠার প্রত্যাশায় ।


ফিরে দেখা দিনগুলোর ভাঁজে ভাঁজে
যেমন আছে দুঃখের কালো আস্তরণ,
তেমনই আছে সুখ-বিলাসের শান্তির প্রলেপ  
আছে জীবনের চলার পথের পাথেয় আলো-আঁধারি ।


দিন-রাতের গন্ডির মধ্যে সুখ-দুঃখের আসা-যাওয়ায়
ফেলে আসা ২০২২ দেখায় নতুন পথের নতুন দিশা,
মনে রাখার মত অবাঞ্ছিত ঘটনাকে সরিয়ে রেখে
আগামী বছরের প্রথম উদ্ভাসিত নতুন সূর্য হোক নতুন আশা ।।