কালো মেঘে আচ্ছন্ন সারা আকাশ
উঠল প্রবল ঝড়
বিপর্যয়ে সব ওলট-পালট
চেনা পৃথিবীটা হয়ে যাচ্ছে পর,              


বাতাসে বীভৎস বারুদের গুমোটে
রক্তিম আভায় রাঙায়নি বনরাজি  
ফুলেরা হাসেনি শিশুর মত
চেনা পৃথিবীটা রেখেছে অচেনার বাজি,

নদীর উত্তাল স্রোতে ভেসে চলে
বাঁচার অদম্যতায় অসংখ্য তৃণলতা
বিদ্যুৎ চমকে শিহরিত হতে হতে  
চেনা পৃথিবীটা ছড়ায় বিহ্বলতা,  


আকাশের রামধনুর সাত রঙ ভেদ করে
স্বস্তির স্বাদ এনে দেয় অঝোর বৃষ্টি
সোচ্চার হয় একটি ধ্বনি ‘আমরা বাঁচব’
চেনা পৃথিবীটা মানবে না অনাসৃষ্টি ।।