গোধূলির শেষ বেলায়
রক্তিম আভা রাঙিয়ে চলে আকাশে,
হঠাৎ এক ঝলক চৈতি হাওয়া
ভালোবাসার রং ছড়ায় মনের সকাশে ।


চৈতি বাতাস এসে এলোমেলো করে দেয়
জীবনের বিরহ ও মধুর স্মৃতি,
বলে সে এবার, হয়ে এলো যাবার বেলা
আবার আসবো নিয়ে   মধুমাসের সম্প্রীতি ।


দোলে পলাশ, দোলে শিমুল কৃষ্ণচূড়ার কোলে
ভাসে কোকিলের কুহু-কুহু স-করুণ সুর,
বলতে চায় সে কিছু না-বলা কথা
করুণ রাগিণী বাজে চৈতি বাতাসে মধুর ।


হঠাৎ কালো আকাশে ওঠে ঝড়
তার সাথে মিশে যায় চৈতি বাতাসের খেলা,
আলোড়নে ইঙ্গিত দেয় এক শুভ সূচনার
বর্ষ-বরণের আগমনের আনন্দে ভাসায় ভেলা ।


গোধূলির শেষ বেলায়
বসন্তের রঙিন ডানায় রংধনুর দাওয়া,
এভাবেই চমক দিয়ে যায়
মন ছুঁয়ে যাওয়া অনন্য চৈতি হাওয়া ।।
                          *****