মাঘের রোদ গায়ে মেখে
বিহ্বলতা ভরা চোখ রেখে
যাচ্ছি সবে বই-মেলায়
বইয়ের গন্ধ সাথে নিয়ে দুপুর বেলায় ।


হরেক রকম বই শোভা পায় হেথায়  
মন ভুলে যায় সব দেখে সেথায়  
দেশী-বিদেশি নানা ভাষার বইয়ের মেলায়
মন মেতে ওঠে নাড়াচাড়ার খেলায় ।


জ্ঞানপিপাসুরা ভিড় করে স্টলে-স্টলে প্রাণের হরষে
জ্ঞানের ভান্ডারে জীবন উথলায় নতুন পরশে
প্রকাশ হয় বিভিন্ন সাহিত্যিকের বই মধুর আনন্দে
নতুন আলোর আভাসে মন ভরে যায় সানন্দে ।


পুস্তক প্রেমীদের ভিড় বই মেলার দিকে চলে দলে দলে
যোগ দেয় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন তালে
হাতে হাত ধরে যাওয়া মানব-বন্ধনের দৃশ্য
বইমেলাকে করে তোলে আকর্ষণীয় স্নিগ্ধ, জ্ঞানপিপাসুদের বিশ্ব ।।


                  ***